বীমাখাতে মানিলন্ডারিং নিয়ে কক্সবাজারে ক্যামেলকো সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: বীমা প্রতিষ্ঠানসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্যামেলকো সম্মেলন-২০১৯। কক্সবাজারের লং বীচ হোটেলে ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এবারের সম্মেলন। বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ উপপ্রধান মো. ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস। দু’দিনব্যাপী এ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইডিআরএ, ব্যাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এবং বীমা কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।