মূখ্য নির্বাহী কর্মকর্তা খুঁজছে সিকদার ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) খুঁজছে বেসরকারি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর, ২০১৯) প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

মূখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা নির্ধারিত শর্তকে যোগ্যতার শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। নিয়োগের পর আকর্ষণীয় বেতন-ভাতা প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি, ২০২০’র মধ্যে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়- ২৯৫/জ/১৪, রায়ের বাজার, মনিকা এস্টেট, ওয়েস্ট ধানমন্ডি, ঢাকা- ১২০৯ এই ঠিকানায় পোস্ট বা কুরিয়ারে সিভি পাঠাতে হবে।

আবেদনপত্রের খামের ওপর আবেদনকৃত পোস্টের নাম উল্লেখ করতে বলা হয়েছে। বাছাইকৃত অল্প সংখ্যক প্রার্থীকে সাক্ষাতকারের জন্য ডাকা হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন