৩৬ বছরে পদার্পন করল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: সফলতার ৩৫ বছর পেরিয়ে ৩৬ বছরে পদার্পন করল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ১৯৮৫ সালের আজকের এই দিনে অর্থাৎ ২৩ এপ্রিল যাত্রা শুরু করে বেসরকারি এ লাইফ বীমা প্রতিষ্ঠান। দীর্ঘ এই সময়ে মানসম্মত সেবায় আস্থা অর্জন করেছে গ্রাহকের। এ জন্য আন্তর্জাতিক পুরস্কারও জুটেছে কোম্পানিটির।

গ্রাহকদের আস্থা ধরে রাখতে বদ্ধ পরিকর ন্যাশনাল লাইফ কর্তৃপক্ষ বলছে, অতীতে তারা গ্রাহকদের যেভাবে সেবা দিয়েছে, ভবিষ্যতে তার চেয়ে আরো ভালো সেবা দেয়ার চেষ্টা করবে। বীমার মাধ্যমে অধিক ঝুঁকি নির্বাহের জন্য প্রয়োজনে আরো নতুন প্রোডাক্ট চালু করার অঙ্গীকার ব্যক্ত করেছে ৩ যুগে পদার্পনকারী এ বীমা প্রতিষ্ঠান।

ন্যাশনাল লাইফ কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ এই ৩৫ বছরে তারা বীমা গ্রাহকদের কাছ থেকে ১০ হাজার ৭৬৯ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। অন্যদিকে সারভাইভাল বেনিফিট, মেয়াদ উত্তীর্ণ ও মৃত্যুদাবিসহ সর্বমোট ৫ হাজার ৯৫৭ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ১৮ লাখ বলে দাবি করেছে কোম্পানিটি।

প্রদত্ত তথ্য মতে, ন্যাশাল লাইফের বর্তমান সম্পদের পরিমাণ ৪ হাজার ৫১৫ কোটি টাকা। সরকার নির্ধারিত বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে ৩ হাজার ৭০৯ কোটি টাকা। কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ৩ হাজার ৬৬৮ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ টাকা।

ন্যাশনাল লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের বলেন, যেকোন কোম্পানির জন্য ৩ যুগে পদার্পন একটি উল্লেখযোগ্য বিষয়। দিবসটিকে সামনে রেখে আমরা অনেক যুগপৎ পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু মরণঘাতী এই করোনা ভাইরাসের করাল গ্রাসে আজ আমাদের সেই পরিকল্পনা অনেকটাই থমকে গেছে।

জামাল এম এ নাসের বলেন, দেশের এই নাজুক পরিস্থিতে কোম্পানির মাঠকর্মী ও বীমা গ্রাহকদের অনুরোধ করবো ধৈর্য্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার। আমরা আপনাদের যে অঙ্গীকার দিয়েছি তা আমরা বাস্তবায়নের চেষ্টা করবো। অতীতে আপনারা যেমন সেবা পেয়েছেন, ভবিষ্যতে তার চেয়ে আরো ভালো সেবা দেয়ার চেষ্টা করবো।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক যে আঘাত আসতে পারে তা কাটিয়ে ওঠার জন্য ন্যাশনাল লাইফ পরিবার বদ্ধ পরিকর থাকবে। দেশের এই পরিস্থিতিতে বীমার মাধ্যমে আমরা অধিক ঝুঁকি নির্বাহের জন্য প্রয়োজনে আরো নতুন প্রোডাক্ট চালু করতে সচেষ্ট হবো।