গোল্ডেন লাইফের বিরুদ্ধে ফের মামলা

নিজস্ব প্রতিবেদক: ১৯৫ গ্রাহকের পাওনা প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা না দেয়ায় আবারও মামলা হয়েছে বেসরকারি বীমা কোম্পানি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে। ২১ মার্চ নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন এক বীমা গ্রাহক। ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় দায়ের করা এ মামলায় আসামি করা হয়েছে কোম্পানির চেয়ারম্যান, মূখ্য নির্বাহীসহ ৭ উর্ধ্বতন কর্মকর্তাকে।

অভিযোগ তদন্ত করে ২১ মে’র মধ্যে প্রতিবেদন দিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন ৩ নম্বর আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

১৯৫ জন গ্রাহকের পক্ষে মামলাটি করেন মনোয়ারা বেগম নামে একজন গ্রাহক। ভুক্তভোগী গ্রাহকসহ ২১০ জনকে সাক্ষী করা হয়েছে বলে জানিয়েছে মামলার বাদী মনোয়ারা বেগম।

বাদী জানান, ২০০৫ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত ১৯৫ জন গ্রাহক গোল্ডেন লাইফের পলিসি ক্রয় করে। এদের মধ্যে ৮৪ গ্রাহক নিয়মিত প্রিমিয়ামের টাকা পরিশোধ করে পলিসির মেয়াদ উত্তীর্ণ করে। জমাকৃত টাকা ও লাভ বাবদ কোম্পানিটির কাছে এদের পাওনা হয় ২২ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে ১১১ জন গ্রাহক প্রিমিয়াম নিয়মিত পরিশোধ করেনি। এদের জমা করা টাকা ১০ লাখ ৯০ হাজার টাকা।

মেয়াদ উত্তীর্ণ পলিসির বীমা দাবিসহ ১১১ গ্রাহকের জমা করা টাকা ফেরত দেয়ার জন্য বিধি মোতাবেক কাগজপত্র জমা দেয়া হয়। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ না নিয়ে সময় ক্ষেপণ করতে থাকে।

বিভিন্ন অজুহাত দেখিয়ে আসামীরা বাদী এবং সাক্ষীদের টাকা আত্মসাৎ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বাদী। আসামিদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগও আনেন তিনি।

উল্লেখ্য, এর আগে গোল্ডেন লাইফের বিরুদ্ধে কুমিল্লায় একটি মামলা হয়। মামলাটি বাদীর সঙ্গে আপোষ করে নিষ্পত্তি করে কোম্পানিটি।