উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই: গকুল চাঁদ দাস

নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের উন্নয়নকেই অগ্রাধিকার দিতে চাই। আর নিয়ন্ত্রণ করা হবে উন্নয়নের স্বার্থেই। আইডিআরএ'র দায়িত্বপালনে বীমা কোম্পানিগুলোর ওপর পুলিশী ভূমিকা নয়, চাই বন্ধুত্বের সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক।

আজ সোমবার আইডিআরএ কার্যালয়ে ইন্স্যুরেন্স নিউজবিডির সঙ্গে আলাপকালে এমনই অভিব্যক্তি প্রকাশ করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) গকুল চাঁদ দাস ।

তিনি বলেন, এখনও অনেক প্রবিধান হয়নি। এছাড়া বেশ কিছু প্রবিধান হলেও তাতে নানা অসংগতি রয়েছে। তাই প্রথম গুরত্ব দেব নতুন বিধি-প্রবিধানমালা প্রণয়নে। পাশাপাশি যেসব প্রবিধান ইতোমধ্যেই পাস করা হয়েছে সেসব প্রবিধানের অসংগতি দূর করার পদক্ষেপ নিতে হবে।

গ্রাহক স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় দাবির টাকা না পেয়ে গ্রাহকরা আদালতে মামলা করছে। তবে গ্রাহকরা আমাদের কাছে অভিযোগ করলে আমরা তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তি করার উদ্যোগ নেব। এছাড়া বিরোধ নিষ্পত্তি কমিটিতে গ্রাহকরা দাবি আদায়ে মামলা দায়ের করলে তাও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে।

গকুল চাঁদ বলেন, আইডিআরএ'র জনবল সংকট রয়েছে। আমি চেষ্টা করছি দ্রুত জনবল সংকট দূর করতে। জনবল সংকটের কারণে অনেক উদ্যোগই নেয়া যাচ্ছে না।

তিনি বলেন, বীমাখাতের উন্নয়ন জরুরি। বীমাখাতের উন্নয়ন ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই খাতটির উন্নয়নে আইডিআরএ’র কাজে সহযোগিতায় কোম্পানিগুলোর এগিয়ে আসতে হবে।