বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে বিআইএ’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । আগামী শনিবার (১৫ আগস্ট, ২০২০) বিকেল ৪টায় জুম অ্যাপসের মাধ্যমে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, বোর্ড ডাইরেক্টর্স এবং মূখ্য নির্বাহী কর্মকর্তাদের অনুষ্ঠানে সংযুক্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য জুম অ্যাপসের আইডি ও পাসওয়ার্ড যথাসময়ে পাঠানো হবে।