জাতীয় শোক দিবসে আইডিআরএ’র আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী শনিবার (১৫ আগস্ট, ২০২০) বেলা ১২টায় জুম প্লাটফর্মে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় সকল লাইফ ও নন-লাইফ বীমা করপোরেশন/ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/ মূখ্য নির্বাহী কর্মকর্তাকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। গতকাল বুধবার বীমা কোম্পানিগুলোতে পাঠানো আইডিআরএ'র চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২০ পালনের জন্য সরকার বিভিন্ন নির্দেশনা দিয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে আইডিআরএ। তবে করোনা মহামারীর জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অনলাইন মাধ্যমে এবারের অনুষ্ঠান আয়োজন করেছে কর্তৃপক্ষ।