জাতীয় শোক দিবসে আইডিআরএ’র শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
শনিবার সকালে কর্তৃপক্ষের প্রতিনিধি দল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বেলা ১২টায় জুম প্লাটফর্মে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সকল লাইফ ও নন-লাইফ বীমা করপোরেশন/ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/ মূখ্য নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণ করেন।