বীমা দাবি পরিশোধের কোন বিকল্প নাই: বিএম ইউসুফ আলী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী বলেছেন, বীমা দাবি পরিশোধের কোন বিকল্প নেই। তিনি বলেন, বীমা দাবি পরিশোধ না করা হলে মাঠে গিয়ে আমরা কথা বলতে পারি না। বীমা কর্মীরা লাঞ্চনার শিকার হয়, এমনকি অনেক কর্মী মারধরের শিকার হন, অফিসও ভাঙচুর করা হয়।

আজ বুধবার লাইফ বীমা কোম্পানির গ্রাহকদের মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু আশার আলো-বীমা দাবি নিষ্পত্তির প্রয়াস’ নামে এই অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান।

বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীদের উদ্দেশ্যে বিএম ইউসুফ আলী বলেন, আপনারা আপনাদের কোম্পানির পরিচালনা পর্ষদের সাথে বীমা দাবি নিয়ে আলোচনা করুন। তাদেরকে বীমা দাবি পরিশোধের গুরুত্ব বুঝান। বীমা দাবি পরিশোধ করলে কোম্পানি ছোট হয় না বরং মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আরো বৃদ্ধি হয়।

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের এই প্রেসিডেন্ট প্রশ্ন উত্থাপন করে বলেন, বীমা গ্রাহকদের এতো টাকা গেলো কোথায়; আইডিআরএ ও বিআইএ’কে এটা খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, শুধু কোম্পানির সম্পদ বৃদ্ধি নয়, লাইফ ফান্ড বৃদ্ধি নয় বরং বীমা দাবি পরিশোধ করার বিষয়টি আজকে আমাদের স্লোগান হওয়া উচিত।