মুজিববর্ষে আইডিআরএ’র ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি হাতে নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । কর্মসূচি বাস্তবায়নে এরইমধ্যে বীমা কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বীমাখাতের এই নিয়ন্ত্রক সংস্থা।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুসারে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর, ২০২০) এক চিঠিতে দেশের প্রতিটি বীমা প্রতিষ্ঠানে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন এবং প্রধান কার্যালয়সহ সকল শাখা কার্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে আইডিআরএ।
মুজিববর্ষ উপলক্ষে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ছাড়াও প্রচার-প্রচারণা বা উদ্বুদ্ধকরণ কার্যক্রম, আইন/ বিধি/ নির্দেশনা জারি/ সংশোধন এবং তার প্রয়োগের কার্যক্রম, জনগণকে সম্পৃক্তকরণ কার্যক্রম, প্রণোদনা/ স্বীকৃতি প্রদান কার্যক্রম এবং মনিটরিং ও রিপোর্টিং কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম রয়েছে এই পরিকল্পনায়।