বীমাখাতের বর্তমান অবস্থা নিয়ে অনলাইন আলোচনা
ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে বীমাখাতের পরিবর্তন এবং বাংলাদেশে বীমাখাতের বর্তমান অবস্থা নিয়ে অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কৌশলগত অংশীদারিত্বে এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ডাব্লিউপি লিমিটেডের সাথে যৌথভাবে এ সভা আয়োজন করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় জুম অ্যাপসে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্যানেল চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন। সভায় বেশকিছু স্বনামধন্য বীমা কোম্পানির চেয়ারম্যান, পরিচালক এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম কি-নোট স্পিকার হিসেবে তার মূল বক্তব্যের পাশাপাশি একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। যেখানে বীমা নিয়ে বাংলাদেশের প্রকৃত অবস্থান তুলে ধরেন। দেশবাসীর জন্য সব সেবা সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি নিয়েছে সরকার। বীমা কোম্পানিগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা বাস্তবায়ন করতে৷
আলোচনায় অন্যান্যদের মধ্যে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চিফ ফ্যাকাল্টি মেম্বার এস এম ইব্রাহিম হোসেন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা জালাল উল আজিম, আইইউসিএনবাংলাদেশ কান্ট্রি অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. মো. খালিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন৷
বিজনেস ইনসাইডার বাংলাদেশ এর সম্পাদক সাজ্জাদুর রহমান আলোচনা সভাটি পরিচালনা করেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে বিশিষ্ট সাংবাদিকেরা অংশ গ্রহণ করেছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)