জাতীয় বীমা দিবস উপলক্ষে রচনা আহবান করেছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব’ শীর্ষক এই রচনা প্রতিযোগিতায় শুধুমাত্র শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে রচনা জমা দিতে পারবেন প্রতিযোগিরা।

উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ের শিক্ষার্থীদের এক হাজার শব্দের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় বা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের এক হাজার পাঁচশ’ শব্দের মধ্যে এই রচনা লিখতে হবে।দু’টি পর্যায়েই বিজয়ীদের জন্য রয়েছে প্রথম পুরস্কার পনের হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার বারো হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এসবিসি টাওয়ার (৯ম তলা), ৩৭/এ দিলকুশা, বা/এ, ঢাকা-১০০০ –এই ঠিকানায় মো. শাহ আলম, পরিচালক (উপসচিব), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ  কর্তৃপক্ষ এবং সদস্য সচিব, রচনা প্রতিযোগিতা আয়োজন বিষয়ক উপ-কমিটি’র বরাবর নির্ধারিত তথ্যসহ রচনা জমা দিতে হবে।

রচনা প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন