বীমা দিবসের টি-শার্ট ও ক্যাপের সংশোধিত ডিজাইন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপনের অংশ হিসেবে টি-শার্ট ও ক্যাপের সংশোধিত ডিজাইন প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

আইডিআরএ জানিয়েছে, টি-শার্ট ও ক্যাপের ডিজাইন সংশোধনপূর্বক ই-মেইল করা হয়েছে। ই-মেইল থেকে ডিজাইনটি ডাউনলোড করে বীমা কোম্পানিগুলোকে নিজ উদ্যোগে প্রয়োজনমতো টি-শার্ট ও ক্যাপ তৈরি করতে হবে। চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) নাজিয়া শিরিন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।

ডিজাইন ডাউনলোড করতে ক্লিক করুন এখানে- টি-শার্টক্যাপ