শুক্রবার খোলা থাকবে আইডিআরএ কার্যালয়
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার (২৬, ফেব্রুয়ারি, ২০২১) খোলা থাকবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়। এদিন কর্তৃপক্ষের সকল কর্মকর্তাকে অফিস করতে হবে যাথারীতি। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
এর আগে ৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখের এক অফিস আদেশে (স্মারক নং-৫৩.০৩.০০০০.০০৯.১৮.০০৭. ২০২০.২৮) চলতি ফেব্রুয়ারি মাসে অফিস সময়ের পর রাত ৮ টা পর্যন্ত এবং প্রতি শনিবার (৬, ১৩, ২০ এবং ২৭ ফেব্রুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয় খোলা রাখার ঘোষণা দেয়া হয়।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, জাতীয় বীমা দিবস ও বঙ্গবন্ধু বীমা মেলা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বিভিন্ন পর্যায়ের কাজ চূড়ান্ত করার লক্ষ্যে কর্তৃপক্ষের কার্যালয় খোলা থাকবে। সংশ্লিষ্ট সকলকে উল্লেখিত সময় ও দিনগুলোতে কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের অনুরোধ করা হলো।
এ বছর জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সহযোগিতায় রাজধানী ঢাকাসহ সারাদেশে দিবসটি উদযাপন করা হবে।
এর আগে ২০২০ সালে প্রথম জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য ছিল ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। দিবসটি উপলক্ষ্যে আগের দিন শনিবার সকালে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে বাংলাদেশ সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে। ২০২০ সালের ১ মার্চ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উদ্বোধন করা হয়।