গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে যা বলল সানলাইফ কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার আদালতে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান প্রফেসর রুবিনা হামিদ ও সাবেক মূখ্য নির্বাহী কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি পরিস্কার করতে নিজেদের অবস্থান তুলে ধরেছে সানলাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। আজ বিকেলে কোম্পানিটির অবস্থান ব্যাখ্যা করে ইন্স্যুরেন্সনিউজবিডি’কে ই-মেইলে বার্তা পাঠানো হয়।

ই-মেইল বার্তায় বলা হয়, কোম্পানিটি থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ চাকরিচ্যুত কুষ্টিয়া অঞ্চলের বেশ কিছু কর্মকর্তা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার প্রয়াসে দেশের সুনামধন্য ও ঐতিহ্যবাহী একটি পরিবারের মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার জন্য এ ধরনের  কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

আলোচিত মামলার ঘটনাটি  সম্পূর্ণরূপে তাদেরই কূটকৌশলমূলক অপতৎপরতা। চাকরিচ্যুত সেই কতিপয় ব্যক্তি গ্রাহকের টাকা আত্মসাতের বিভ্রান্তিকর তথ্য দিয়ে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে। এ ঘটনায় কোম্পানির গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানায় সানলাইফ কর্তৃপক্ষ।

এ বিষয়ে কোম্পানির বক্তব্য হুবহু তুলে ধরা হলো ইন্স্যুরেন্সনিউজবিডি’র পাঠকদের জন্য:

ইন্স্যুরেন্সনিউজবিডি’তে ১১ মার্চ প্রকাশিত একটি সংবাদ আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, এদেশের প্রথিতযশা ব্যবসায়ী মরহুম কর্নেল (অবঃ) এ মালেক প্রতিষ্ঠিত সানলাইফ ইনসিওরেন্স কোম্পানীর বর্তমান চেয়ারপার্সন অধ্যাপক রুবিনা হামিদ সহ ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার নামে গ্রাহকদের সাথে প্রতারনার অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। জনৈক মনিরুজ্জমান ডাবলু বাদী হয়ে কুষ্টিয়ার আদালতে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনাটিকে সম্পূর্ণরূপে উদ্দ্যেশ্য প্রণোদিত ও কূটকৌশলমূলক অপতৎপরতা বলে মনে করে। সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী এদেশের বীমা জগতে একটি স্বনামধন্য নাম যেখানে মাঠ পর্যায়ে হাজার হাজার কর্মকর্তা-কর্মী চাকরিতে নিয়োজিত আছেন। বীমা শিল্পে চাকরিরত অনেক কর্মী কর্মকর্তা প্রায়শই আর্থিক অনিয়মের কারনে চাকরিচ্যুত হন। এরকম একটি ঘটনা সানলাইফের কুষ্টিয়া কর্ম এলাকায় সংঘটিত হয়েছে বিধায় এ অনভিপ্রেত সমস্যার সৃষ্টি হয়েছে। সানলাইফ সর্বদা যে কোন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সে কারনে চাকরিচ্যুত উক্ত কর্মী এবং কর্মকর্তাদের কেউ কেউ নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার প্রয়াসে দেশের একটি ঐতিহ্যবাহী পরিবারের মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার অভিপ্রায়ে এহেন কর্মকান্ডে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করি।

সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী প্রতিষ্টিত হওয়ার পর থেকে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রাহকদের স্বার্থ রক্ষায় সানলাইফ বদ্ধপরিকর। আমরা গ্রাহকদের বীমা দাবী নিয়মিতভাবে পরিশোধ করে আসছি। বিগত ৫ বছরে আমরা নিম্নলিখিত পরিমাণে বীমা দাবীর টাকা পরিশোধ করেছি:

উল্লেখ্য যে, বীমা দাবী পরিশোধ একটি চলমান প্রক্রিয়া। সানলাইফ দ্রুততম সময়ের মধ্যে বীমা দাবী পরিশোধে সর্বদা সচেষ্ট থাকে এবং কোভিড’ ১৯ পরিস্থিতিতে এ ব্যাপারে আরো বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সানলাইফের সকল স্তরের কর্মকর্তা-কর্মী ও গ্রাহকদের এ বিষয়ে বিভ্রান্ত না হতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।