নন-লাইফ আন্ডাররাইটার্স ক্লাবের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স আন্ডাররাইটার্স ক্লাব’ এর আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আগামী ২৭ মার্চ সন্ধ্যা ৭টায় নয়া পল্টনে হোসেন টাওয়ার এক আলোচনা সভা এবং ক্লাবের প্রথম নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, এফসিএ। বিশেষ অতিথি থাকবেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন পল্টু এবং এসবিসি’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য নাসিরউদ্দিন আহমেদ। (সংবাদ বিজ্ঞপ্তি)