প্রভাতী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী এমএ সালাম আর নেই
নিজস্ব প্রতিবেদক: প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবদুস সালাম (এমএ সালাম) আর নেই। গতকাল শুক্রবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান জানান, এম এ সালাম কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমএ সালাম ১৯৫৬ সালে বরগুনা জেলার বামনা উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এমএ সালাম কর্মজীবনের শুরুতে লিবিয়ান সরকারের অধীনে দীর্ঘ ৭ বছর ইংলিশ লেকচারার ছিলেন। পরবর্তীতে ফেডারেল ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্সে অবলিখন, দাবি ও পুনর্বীমা বিভাগে দায়িত্ব পালন করেছেন।
মূখ্য নির্বাহীর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইন্স্যুরেন্স একাডেমি ও ব্যাংক ট্রেইনিং ইনস্টিটিউটে নন-লাইফ ইন্স্যুরেন্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে পাঠদান করতেন।
এমএ সালামের মৃত্যুতে প্রভাতী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের পাশাপাশি ইন্স্যুরেন্সনিউজবিডি পরিবারও শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাবহ পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন।