এম এ সালামের মৃত্যুতে শোকাহত বিআইএ

নিজস্ব প্রতিবেদক: প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএ সালাম’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেন (বিআইএ) । আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এ শোক প্রকাশ করেন।

বিআইএ’র শোক বার্তায় বলা হয়, ২ এপ্রিল, ২০২১ রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম এ সালাম। তিনি ১৯৫৬ সালে বরগুনা জেলার বামনা উপজেলার এক মুসলিম পরিবারে জন্মেছিলেন।

চাকরি জীবনের শুরুতে তিনি লিবিয়া সরকারের অধীন দীর্ঘ সাত বছর ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বহু প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দীর্ঘদিন যুক্ত ছিলেন।

তার অকালমৃত্যুতে বীমা পরিবারের সকল সদস্য দারুণভাবে শোকাভিভূত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত নসিব করেন। একই সাথে মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা তিনি যেন তার শোকসন্তপ্ত পরিবারের শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।