আইডিআরএ’র মূখপাত্র এস এম শাকিল আখতারের মা আর নেই

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) ও মূখপাত্র এস এম শাকিল আখতার এর মা শাহিদা বেগম আর নেই। গতকাল বুধবার (২১ এপ্রিল, ২০২১) বেলা সোয়া ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

এস এম শাকিল আখতার জানান, তার মা শাহিদা বেগম দীর্ঘ দিন ধরে জটিল রোগে ভুগছিলেন। রাজধানীর মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কয়েক দিন আগে তার শান্তিবাগের বাসায় নিয়ে আসেন। গতকাল বুধবার সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গ্রামের বাড়ি বগুড়া জেলার ঠনঠনিয়ায় স্থানীয় কবরস্থানে বাবার কবরের পাশে তার মাকে সমাহিত করা হয়েছে। এর আগে ২০০৯ সালে তার বাবা মৃত্যুবরণ করেছেন। এস এম শাকিল এবং তার এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তারা।

আইডিআরএ’র নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) ও মূখপাত্র এস এম শাকিল আখতারের মা শাহিদা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ইন্স্যুরেন্সনিউজবিডি পরিবার। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।