নিজস্ব প্রতিবেদক: নতুন লাইসেন্স পাওয়া এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে বীমা করলেন লুৎফা বেগম এবং পাখী বেগম। আজ বুধবার (১২ মে, ২০২১) রাজধানীর বাংলামোটরে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যায়ে প্রিমিয়াম গ্রাহণ ও পলিসিপত্র হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মাদ।
বীমা কোম্পানিটি জানিয়েছে, মোসা. লুৎফা বেগমের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার নিদার গোড়ার পাড়। তিনি দুই লাখ টাকা বীমা অংকের দশ বছর মেয়াদী একটি বীমা পলিসি গ্রহন করেছেন। আর মাদারিপুর জেলার কালকিনি থানার সি ডি খানের বাসিন্দা পাখী বেগম এক লাখ টাকার সিঙ্গেল পেমেন্ট বীমা করেছেন।
উল্লেখ্য, দেশের বীমা বাজারে জীবন বীমা ব্যবসা করতে গত ৬ মে, ২০২১ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে লাইসেন্স হস্তান্তর করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর আগে গত ৪ এপ্রিল রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস –এ লিমিটেড কোম্পানি হিসেবে ইনকরপোরেটেড হয় বেসরকারি এই বীমা প্রতিষ্ঠান।