বিআইএ'র নির্বাচন

শেখ কবির প্রেসিডেন্ট, রুবিনা হামিদ প্রথম ভাইস প্রেসিডেন্ট  

 

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র নির্বাচনে প্রেসিডেন্ট পদে সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান প্রফেসর রুবিনা হামিদ প্রথম ভাইস-প্রেসিডেন্ট এবং নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৭ ও ২০১৮ সাল তারা সংগঠনটিতে দায়িত্ব পালন করবেন।

বিআইএ'র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ এমপি'র সভাপতিত্বে গতকাল বুধবার (১৭ মে ,২০১৭) ঢাকা ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের অন্য দু'সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি ও মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক পিএসসি উপস্থিত ছিলেন। নির্বাচন বোর্ডের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন বিআইএ'র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার।

শেখ কবির হোসেন ২০১১ সাল থেকে বিআইএ'র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বর অব গভর্নরস। এছাড়া আরো অনেক সংগঠনের বিভিন্ন পদে তিনি দায়িত্বে রয়েছেন।

নবনির্বাচিত প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বিডি থাই গ্রুপের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক নিটল ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠালগ্ন থেকেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮২ সালে তার ব্যবসায়িক পেশা শুরু করেন।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কম ডিগ্রী লাভ করেন এবং ইউ কে থেকে এসিসিএ পার্ট-১ সম্পন্ন করেন। ২০১১ সাল থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এফবিসিসিআই, আইবিসিসিআই, বিএমসিসিআই ও এমসিসিআই এর সাধারণ পরিষদের সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও জন কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

বিআইএ'র নির্বাহী কমিটির অন্য ১৬ সদস্য হলেন- ইউনিয়ন ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোজাফফর হোসেন পল্টু, ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলাম, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, ফেডারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এনামুল হক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মনজুরুর রহমান, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান একেএম আজিজুর রহমান, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. আবুল হাসেম, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো. ইসাহাক আলী খান পান্ন,

যমুনা লাইফ ইসন্স্যুরেন্সের চেয়ারম্যান মিসেস মেহ্নাজ তাবাসসুম, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান মিসেস ফাউজিয়া কামরুন তানিয়া, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মিসেস ফারজানা চৌধুরী, এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন এবং আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কমকর্তা আপেল মাহমুদ।