মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেবে বেসরকারি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ১২ অক্টোবর (রোববার) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা কোম্পানিটি।

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র ওয়েবসাইটেও অগ্রণী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান বরাবর আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা- ক্যামেলিয়া হাউজ, ২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০।

এ ছাড়াও আগ্রহী প্রার্থীরা চাইলে তাদের আবেদনের কপি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান বরাবর পাঠাতে পারবেন। আবেদন পত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণাঙ্গ সিভি, সাম্প্রতিক তোলা ছবি এবং প্রাসঙ্গিক নথিপত্র পাঠাতে হবে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে- স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগ থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ-সহ ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি।

এক্ষেত্রে খ্যাতনামা কোন নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা প্রাধান্য পাবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ৪০ বছর এবং সর্বোচ্চ ৬৪ বছর। নন-লাইফ বীমা ব্যবসায় কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন