নিবন্ধন নবায়নে ফি দিতে হবে না বীমা কোম্পানির

নিজস্ব প্রতিবদক

বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়নে কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ), ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই)ব্যবসায়ী নেতাদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিআইএ‘র নব নির্বাচিত প্রথম ভাইস প্রেসডেন্ট এবং সানলাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান রূবিনা হামিদ, গ্রিণ ডেল্টা ইন্সুরেন্সের উপদেষ্টা  নাসির এ চৌধুরী, চার্টার্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি।

বৈঠক সূত্রে জানা গেছে, বিআইএ নেতৃবৃন্দের পক্ষ থেকে দাবি ছিল- নিবন্ধন ও নিবন্ধনের নবায়ন দু’টি ফি বাতিল করার। অর্থমন্ত্রী তাদের একটি দাবির প্রতি সায় দিয়েছেন।

বৈঠকে মন্ত্রী আরো বলেন, বড় বড় এমপ্লয়িদের বাধ্যতামুলকভাবে বীমাকরতে হবে। আর স্বাস্থ্যবীমায় কোনো কর থাকবে না এবং ক্ষুদ্র্ঋণ কার্যক্রম করে এ ধরনের কোনো এনজিও বীমা করতে পারবে না বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য,নিবন্ধন নবায়নে বীমা কোম্পানিগুলোকে প্রতি হাজারে মোট প্রিমিয়াম আয়ের ওপর সাড়ে ৩ টাকা হারে ফি জমা দিতে হয়।আগামীতে এ ফি দিতে হবে না।