জেনিথ লাইফের এসইভিপি অধ্যাপক জাহিদুল ইসলামের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দিনাজপুর সার্ভিস সেন্টারের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট (এসইভিপি) অধ্যাপক জাহিদুল ইসলাম আর নেই। আজ সোমবার (২৮ জুন, ২০২১) সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) ।
কোম্পানিটির দিনাজপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ মোকলেছুর রহমান এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, জাহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার লিভার ক্যান্সার ধরা পরে এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, জাহিদুল ইসলাম দিনাজপুর কেবিএম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। স্ত্রী, মা-বাবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত জেনিথ ইসলামী লাইফ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।