লকডাউন পরবর্তী সময়ে যেভাবে চলবে বীমা খাত

নিজস্ব প্রতিবেদক: আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ঈদ পরবর্তী লকডাউন শিথিল করেছে সরকার। আজ বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাত।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি বিধি-নিষেধ মেনে বীমা কোম্পানিগুলোকে অফিস পরিচলানার নির্দেশ দিয়েছে বীমা উন্নয় ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে।

মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের লাইফ ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে। সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ ক্ষেত্রে গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যেকোন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ৮ আগস্ট মন্ত্রীপরিষদ বিভাগ নতুন এই বিধি-নিষেধ জারি করেছে।