করোনায় মারা গেলেন গোল্ডেন লাইফের আরেক বীমা কর্মী হালিমা

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের আরেক বীমা কর্মী হালিমা বেগম। বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মুখ্য নির্বাহী আমজাদ হোসেন জানান, হালিমা বেগম গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের নরসিংদী শিবপুর অঞ্চলের আল-ফালাহ ইসলামী বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় তার নিজ বাড়ি কিস্তিবাদীতে জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।

হালিমা বেগমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোল্ডেন লাইফ ইন্স্যুরে পরিবার। একইসাথে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বীমা কোম্পানিটি। এ ছাড়াও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ভৈরব সার্ভিসিং সেলের ইনচার্জ হাবিবুর রহমান পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।