বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ন্যাশনাল লাইফের শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আজ রোববার সকালে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন উর্ধ্বতন নির্বাহীদের নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের মহা শোকের দিন। এই দিনে আমরা স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। তিনি বলেন বীমা শিল্পের সাথে বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত রয়েছে।
বঙ্গবন্ধু বীমার সাথে সম্পৃক্ত ছিলেন বলে বীমা শিল্প ‘১ মার্চ’ কে জাতীয় বীমা দিবস হিসেবে পেয়েছে ও ২০২০ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে। আজকের দিনে আমি বীমা শিল্পের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও তার সাথে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।