পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪০% নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেয়া হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন এতে সভাপতিত্ব করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পপুলার লাইফ এ তথ্য জানিয়েছে।

সভায় কোম্পানির পরিচালক হাসান আহমেদ, ইঞ্জিনিয়ার এম এ তাহের, বেগম নূরজাহান আহমেদ, কবির আহমেদ, বেগম ফারজানা জাহান আহমেদ, মোহাম্মদ আমির হোসেন চৌধুরী ও মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবু কাওছার, মোহাম্মদ হাবিবুল বাহার ও মোহাম্মদ আতিক আকবর, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।