নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) । রাজধানীর দিলকুশায় অবস্থিত ফোরামের কার্যালয়ে রোববার (২৯ আগস্ট) এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, এফসিএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।