এফআইডি সচিবের সঙ্গে বিআইএ’র ভাইস-প্রেসিডেন্টদ্বয়ের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)’র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক।
বুধবার (৮ সেপ্টেম্বর) সচিব কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার এবং সেক্রেটারি মো. ওমর ফারুক এনডিসি। সাক্ষাতকালে তারা এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাতকালে ভাইস-প্রেসিডেন্টদ্বয় বীমা শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে বীমা শিল্পের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআইএ।