সাড়ে ৪ কোটি টাকার শেয়ার বিক্রি করবে জেনিথ লাইফ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে ৪ কোটি ৫০ লাখ টাকার উদ্যোক্তা শেয়ার বিক্রি করবে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এরইমধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এসব শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গতকাল সোমবার (১১ অক্টোবর) বীমা কোম্পানিটিকে পাঠিয়েছে আইডিআরএ।

প্লেসমেন্টের মাধ্যমে বিক্রয়কৃত এসব শেয়ার কোম্পানির পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ হিসেবে গণ্য করার সুযোগ প্রদান করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

তবে বিক্রয়ের পূর্বে বিনিয়োগকারীদের তালিকা ও বিস্তারিত তথ্যাদি কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে অথবা সম্মিলিতভাবে জেনিথ ইসলামী লাইফের এসব শেয়ার কিনতে পারবেন বলে জানিয়েছে বীমা কোম্পানিটি।

এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন,আমরা প্রত্যাশা করছি ভালো কিছু কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবে। যা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ে সহযোগিতা করবে।

তিনি বলেন, উদ্যোক্তারা চাচ্ছেন- কোম্পানির সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে। ভালো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত হলে জেনিথ লাইফে স্বচ্ছতা ও অগ্রগতি ত্বড়ান্বিত হবে বলে তারা প্রত্যাশা করছেন।

এস এম নুরুজ্জামান জানান, প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি জেনিথ ইসলামী লাইফের কর্মকর্তা-কর্মচারীররাও প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।