বীমা খাতে মানিলন্ডারিং প্রতিরোধে নভেম্বরে ক্যামেলকো সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: বীমা প্রতিষ্ঠানগুলোর প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয়েছে ক্যামেলকো সম্মেলন-২০২১। আগামী ১২ ও ১৩ নভেম্বর কক্সবাজারের রয়াল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্টে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। আজ রোববার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানিগুলোকে পাঠিয়েছে আইডিআরএ।
এবারের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। দু’দিনব্যাপী এ সম্মেলনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইডিআরএ, ব্যাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এবং বীমা কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
সম্মেলনে অংশগ্রহণের জন্য বীমা কোম্পানিগুলোর প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তার নাম, পদবী, মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস কর্তৃপক্ষ বরাবর আগামী ২৮ অক্টোবরের মধ্যে ই- মেইলে প্রেরণ এবং অংশগ্রহণকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।