১৭ লাইফ বীমা কোম্পানির দাবি নিষ্পত্তির হালনাগাদ তথ্য চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি বেসরকারি ১৭টি লাইফ বীমা কোম্পানির দাবি নিষ্পত্তির হালনাগাদ তথ্য চেয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

২০২০ ও ২০২১ সালের এই তথ্য আগামী ৭ দিনের মধ্যে পাঠাতে হবে। এ সংক্রান্ত একটি চিঠি আজ সোমবার (২৫ অক্টোবর) সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে আইডিআরএ।

নির্ধারিত ছকে বীমা কোম্পানির নামসহ দাখিলকৃত বীমা দাবি, নিষ্পত্তিকৃত বীমা দাবি, অনিষ্পত্তিকৃত বীমা দাবি এবং নিষ্পত্তিকৃত বীমা দাবির শতকরা হার জানতে চেয়েছে কর্তৃপক্ষ।

যেসব কোম্পানির কাছে বীমা দাবি নিষ্পত্তির তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো- বায়রা লাইফ, বেস্ট লাইফ, ডায়মন্ড লাইফ, গোল্ডেন লাইফ, মার্কেন্টাইল ইসলামী লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ, জীবন বীমা করপোরেশন,

পদ্মা ইসলামী লাইফ, পপুলার লাইফ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ, স্বদেশ লাইফ, সানফ্লাওয়ার লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ, জেনিথ ইসলামী লাইফ, বীচল্যান্ড লাইফ এবং এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।