তামাদি পলিসি চালুর বিশেষ সুযোগ দিচ্ছে ফারইস্ট ইসলামী লাইফ
নিজস্ব প্রতিবেদক: বিলম্ব ফি ছাড়াই তামাদি পলিসি চালুর বিশেষ সুযোগ দিচ্ছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ পাবেন বীমা গ্রাহকরা। সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি এই বীমা প্রতিষ্ঠান।
তথ্য অনুসারে, শুধুমাত্র সুস্বাস্থ্যের ঘোষণা (ডিজিএইচ) দিয়ে ৫ বছর পর্যন্ত তামাদি পলিসির বকেয়া প্রিমিয়াম পরিশোধ করে পুনরায় চালু করা যাবে এসব পলিসি। তবে ৬ থেকে ৭ বছর পর্যন্ত তামাদি পলিসি শর্তসাপেক্ষে চালু করা যাবে। ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত চালু থাকবে এই সুযোগ।
এ বিষয়ে জানতে এসএমএস সাহায্যের জন্য মোবাইল থেকে Fil<স্পেস>xxxxx45125-2 লিখে ২৬৯৬৯ এই নম্বরে পাঠাতে হবে। এ ছাড়াও পলিসি সংক্রান্ত তথ্য জানতে ১৬৬৮১, ০৯৬১২ ৬৬৬ ৯৯৯ এই নম্বরে যোগাযোগ করতে বলেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
উল্লেখ্য, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিলকৃত তথ্য অনুসারে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চালু পলিসির সংখ্যা ছিল ৪ লাখ ২ হাজার ৭৮১টি। সে সময় তামাদি পলিসির সংখ্যা ছিল ১ লাখ ৮৬ হাজার ৫টি।