প্রযুক্তির এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই এগিয়ে যাবে বীমা শিল্প: আবদুল জলিল

নিজস্ব প্রতিবেদক: বীমা শিল্পের প্রচুর সম্ভাবনা আছে উল্লেখ করে জেনিথ ইসলামী লাইফের পরিচালক আবদুল জলিল বলেছেন, আজকে বীমা শিল্প যে অবস্থায় আছে সেখানে থাকবে না। প্রযুক্তির এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই এগিয়ে যাবে বীমা শিল্প।

আজ শনিবার (১৩ নভেম্বর) কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

আবদুল জলিল বলেন, বর্তমানে বীমা শিল্প সঙ্কটের মধ্যে আছে। এর মূল কারণ- আমরা যা করছি সে বিষয়ে আমাদের জ্ঞান কম। আর আমরা গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারি নাই।

তিনি আরো বলেন, আপনি বীমা সম্পর্কে না জানলে গ্রাহককে ভুল তথ্য দিবেন। আমরা বীমা কোম্পানি করছি ব্যবসা করার জন্য নয়। জনগণের সেবা করতে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।