৯ কোটি ২১ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ

নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার পর থেকে ৯ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা বীমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ শনিবার (১৩ নভেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত উন্নয়ন সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।

এস এম নুরুজ্জামান জানান, একক বীমায় অদ্যবধি ৭৫টি মৃত্যুদাবির মাধ্যমে ৭৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে এবং গ্রুপ বীমায় ২৫টি মৃত্যুদাবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে ৮৬ লাখ টাকা। আর গ্রুপ স্বাস্থ্য বীমায় ৪৪টি দাবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে ১১ লাখ টাকা।

এছাড়াও ৫টি মেয়াদোত্তীর্ণ বীমা দাবির মাধ্যমে পরিশোধ করা হয়েছে সাড়ে ৭ লাখ টাকা। ২ হাজার ৮২টি এসবি’র মাধ্যমে পরিশোধ করা হয়েছে ৭ কোটি ১৫ লাখ টাকা এবং সমর্পণ মূল্য পরিশোধ করা হয়েছে ৯৭টি, যার পরিমাণ ২৬ লাখ টাকা।