নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে চোখের অপারেশন করালেন মেঘনা লাইফের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: নিজের প্রতিষ্ঠিত হাসপাতালেই চোখের অপারেশন করালেন মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ।  

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) নিজাম-হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে তার এই অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

অন্ধ মানুষের চোখের আলো ফেরাতে ২০১০ সালের ১ এপ্রিল দ্বীপজেলা ভোলায় প্রতিষ্ঠা করা হয় নিজাম-হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল।

এটি নিজাম-হাসিনা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান। মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এই ফাউন্ডেশনের চেয়ারম্যান।

প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন এনে চক্ষুরোগীদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি।

ছানি ও নেত্রনলীসহ চোখের সফল অস্ত্রোপচার করা হয় এই নিজাম-হাসিনা চক্ষু হাসপাতালে।

অস্ত্রোপচারের পাশাপাশি চশমা, ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জামও বিনামূল্যে সরবরাহ করে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

জেলা শহরের উকিলপাড়া এলাকায় প্রতিষ্ঠিত এ হাসপাতালে প্রতিদিন গড়ে অর্ধশত রোগী চক্ষুসেবা নিচ্ছেন। বিনামূল্যে মানসম্মত সেবা পেয়ে হাসপাতালটিতে ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা।

উল্লেখ্য, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ দু’টি বীমা কোম্পানির পাশাপাশি ভোলা শহরে একটি চক্ষু হাসপাতাল, ১৫টি মসজিদ, এতিমখানা, একটি বৃদ্ধাশ্রম ও ২টি শিক্ষা প্রতিষ্ঠাসহ তিনি অসংখ্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।