বীমা নির্বাহীদের সংগঠন এআইই’র নির্বাহী পরিষদ গঠিত
নিজস্ব প্রতিবেদক: বীমা নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস (এআইই) এর ২০২১-২০২৩ দ্বি-বার্ষিকী মেয়াদে সভাপতি হাফিজ উল্ল্যাহ ও মহাসচিব ড. বিশ্বজিৎ কুমার মন্ডলসহ ১৯ সদস্যের একটি নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সোমবার ( ২৯নভেম্বর) বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বোর্ড রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় নির্বাহী পরিষদ গঠিত হয়।
সংগঠনটির অন্যান্য সদস্যরা হচ্ছে ভাইস প্রসিডেন্ট মো. ইমাম শাহীন ,মীর নাজিম উদ্দিন এবং মোহাম্মদ আলমগীর। ট্রেজারার এস এম শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হুদা ডিউক, সোস্যাল এন্ড কালচারাল সেক্রেটারী মিসেস ফেরদৌস আরা চৌধুরী নিম্মি, পাবলিকেশন্স এন্ড পাবলিসিটি সেক্রেটারী মো. শামীম হোসেন, গেমস এন্ড স্পোর্টস সেক্রেটারী আবুল কালাম আজাদ, যুগ্ম-মহাসচিব মো. সামসুল হুদা, জয়েন্ট ট্রেজারার মাহফুজুর রহমান এফসিএ।
নির্বাহী সদস্যরা হচ্ছে মো. আব্দুল খালেক মিয়া, মো. আনোয়ার হোসেন, কাজী মোকাররম দস্তগীর, বায়েজিদ মুজতবা সিদ্দিকী, মো. নিজাম উদ্দিন, পাপিয়া রহমান এসিআইআই এবং মো. জাকীর হোসেন।