বরিশাল বাজারে সানফ্লাওয়ার লাইফের অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বাজারে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের একক বীমা ডিভিশনের নতুন অফিস উদ্বোধন করেছে কোম্পানিটি। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮ টায় অফিসটি উদ্বোধন করেন সানফ্লাওয়ার লাইফের পরিচালক ও প্রধান অতিথি মোহাম্মদ রইছ উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের প্রধান পরামর্শক মোহাম্মদ হেমায়েত উল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার জাহান গিয়াস ও সূর্য্যমূখী মার্জকৃত একক বীমা ডিভিশনের এ.এম.ডি মোহাম্মদ আবছা।
সূর্য্যমূখী মার্জকৃত একক বীমা ডিভিশনের জিএম হানিফ মোহাম্মদ নোমানের সভাপতিত্বে এসময় স্থানীয় বীমা কর্মকর্তা ও গ্রাহকরাও উপস্থিত ছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
সর্বাধিক পঠিত
১