বীমা কোম্পানির ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তী কর্ণার স্থাপনের নির্দেশ আইডিআরএ'র
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনাতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যদায় সাথে উদযাপনের জন্য নানা কর্মসূচি নিয়েছে সরকার। এরই ধারবাহিকতায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে লাইফ ও নন- লাইফ বীমা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তী কর্ণার স্থাপনের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আইডিআরএ ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়।
বাংলাদেশ সরকার স্বাধীনাতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য ৫০ টি কর্মসূচি গ্রহন করে। এসব কর্মসূচি শুরু হয় ৫০ টি জাতীয় পতাকা সম্বলিত সুবর্ণজয়ন্তী র্যালি প্রতিটি জেলায় প্রদক্ষিণ দিয়ে। ৬৪ জেলা প্রদক্ষিন শেষে ১৬ ডিসেম্বর সুবর্ণজয়ন্তী র্যালি ঢাকায় প্রত্যাবর্তন করবে।
দেশব্যাপী সুবর্ণজয়ন্তী মেলা আয়োজন। সুবর্ণজয়ন্তী সৌধ/মিনার/কলাম নির্মাণ। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন। দেশের সকাল সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তী কর্ণার স্থাপন সহ ৫০ টি নির্দেশ দিয়েছে সরকার।