বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার বিআইএ’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ ও বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ।  আগামী সোমবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় ভার্চুয়াল মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন আয়োজিত এই আলোচনা সভা গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর ২০২১) বিকেল আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আলোচনা সভার আমন্ত্রিত অতিথিবৃন্দ রাষ্ট্রীয় অনুষ্ঠানমালায় যোগদান করায় সভার সময়সূচি পরিবর্তন করেছে বিআইএ।