প্রবাসী কল্যাণ বীমা কোম্পানি গঠনের প্রস্তাব বাজেটে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কর্মীদের কল্যাণে বিশেষায়িত বীমা কোম্পানি গঠনের প্রস্তাব করা হয়েছে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দেশের ৪৬তম এই বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের বীমাখাতের আইনি ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বীমা করপোরেশন আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য বীমা চালুকরণ, সামাজিক বীমা ব্যবস্থা প্রবর্তন, কৃষিজাত পণ্যের জন্য আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা চালুকরণসহ বীমাখাতের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও আমরা অব্যাহত রাখবো।

তবে বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে বীমাখাতকে গুরুত্ব দিয়ে বাজেটে পৃথক বরাদ্দ দেয়া হলেও বাংলাদেশের বাজেটে অবহেলিতই রয়ে গেছে বীমাখাত। খাতটির উন্নয়নে নতুন অর্থবছরের বাজেটেও নতুন কিছু নেই। তাছাড়া দক্ষমানব সম্পদের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি অথবা গ্রাহকের বোনাসের ওপর কর ও কমিশনের ওপর ভ্যাট অব্যাহতি নিয়ে বীমা ব্যবসায়ীদের দাবির কোনো প্রতিফলন ঘটেনি এবারের বাজেটে।