ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগ অবৈধ: হাইকোর্টের রায়

নিজস্ব প্রতিবেদক: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগকে অবৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

নানা অনিয়মের অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি বীমা খাতের অন্যতম প্রধান এ কোম্পানির তৎকালিন পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করে প্রশাসক নিয়োগ দিয়েছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ( আইডিআরএ)।

আইডিআরএ'র ওই আদেশকে চ্যালেঞ্জ করে ডেল্টা লাইফের স্থগিত করা পর্ষদ হাইকোর্টে রিট করেন। রিটে প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণার আবেদন করা হয়েছিল।

রায়ের বিষয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার কারিশমা জাহান ইন্স্যুরেন্স নিউজ বিডিকে বলেন, আদালত রুলকে এ্যস্যুলুট বলেছেন। আদালতের এ রায়ের ফলে ডেল্টা লাইফের সাসপেন্ড পরিচালনা পর্ষদ বহাল থাকল। তিনি আরো বলেন, ডেল্টা লাইফের প্রশাসক নিয়োগের প্রক্রিয়াকেও অবৈধ বলেছেন আদালত। যার ফলে ডেল্টা লাইফে কোনো প্রশাসক দায়িত্ব পালন করতে পারবেন না। প্রশাসক তার পদ হারিয়েছেন।