বীমা কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের তথ্য চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠিতে সকল লাইফ, নন-লাইফ ও করপোরেশনকে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৮ জানুয়ারির মধ্যে নিজ নিজ করপোরেশন বা কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা মুখ্য নির্বাহী কর্মকর্তা, ৫ জন পরিচালক ও ৫ জন সিনিয়র পর্যায়ের কর্মকর্তার নাম ও পদবী, কোম্পানির নাম, অফিসের ঠিকানা, মোবাইল নং এবং ই-মেইল ঠিকানা পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছক অনুযায়ী মাইক্রোসফট ওয়ার্ডে zalam14cs@gmail.com, nupur88102@gmail.com এই ই-মেইল ঠিকানায় এসব তথ্য পাঠাতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়াও এই সংক্রান্ত যেকোন প্রয়োজনে চিঠিতে স্বাক্ষরকারী আইডিআরএ’র পরিচালক (উপ- সচিব) ও আমন্ত্রণ ছাপা ও বিতরণ উপ-কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।