জীবন বীমা করপোরেশনের ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা সম্মেলন ২৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জীবন বীমা করপোরেশনের ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা সম্মেলন-২০২২, জানুযারি মাসের ২৩ তারিখ রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। জীবন জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) আন্দ্রিয় দ্রং এর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি করপোরেশনের ওযেব সাইটে প্রকাশ করা হয়েছে।

জীবন বীমা করপোরেশনের ব্যবসায় উন্নয়ন পরিকল্পনা সম্মেলন-২০২২ এ করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. জহুরুল হকের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের জীবন সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জীবন বীমা করপোরেশনের চেয়াম্যান মো. মাকসুদুল হাসান খান। এতে প্রধান কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার এবং তদুর্ধ্ব কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সম্মেলনে রিজিওনাল ইনচার্জগণকে স্ব-স্ব রিজিওনের কর্পোরেট সেবা দপ্তর ও সেলস অফিসের ইনচার্জগণকে সাথে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে চিঠিতে।

সম্মেলনের আলোচ্যসূচিগুলো হলো ২০২১ সালের ব্যবসায় পর্যালোচনা; ২০২২ সালে জন্য করপোরেশনের রিজিওনভিত্তিক ১ম বর্ষ নবায়ন ও গ্রুপ বীমা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ; করপোরেশনের প্রিমিয়াম আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণ।