জরুরি ভিত্তিতে বীমা কোম্পানিগুলোর ১৩ ধরণের তথ্য চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির বিগত ৬ বছরের ১৩ ধরণের তথ্য চেয়েছে খাতটির নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামী ২৭ জানুয়ারির মধ্যে বিনা ব্যর্থতায় এসব তথ্য কর্তৃপক্ষের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। আজ সোমবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানিগুলোকে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
নির্ধারিত ছকে লাইফ বীমা কোম্পানিগুলোর যেসব তথ্য দিতে হবে সেগুলো হলো- নেট প্রিমিয়াম, উত্থাপিত দাবি, পরিশোধিত দাবি, মোট ব্যবস্থাপনা ব্যয়, অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ড, মোট সম্পদ, মোট বিনিয়োগ, চলতি সম্পদ, চলতি দায়, ইস্যুকৃত পলিসির সংখ্যা এবং প্রস্তাবিত লভ্যাংশের হার।
নন-লাইফ বীমা কোম্পানিগুলোর যেসব নির্বাচিত তথ্য দিতে হবে সেগুলো হলো- নেট প্রিমিয়াম, উত্থাপিত দাবি, পরিশোধিত দাবি, মোট ব্যবস্থাপনা ব্যয়, অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, মোট সম্পদ, মোট বিনিয়োগ, চলতি সম্পদ, চলতি দায়, ইস্যুকৃত পলিসির সংখ্যা এবং ইপিএস (আর্নিং পার শেয়ার) ।