গ্রাহকদের মোবাইলে যাবে বীমা দিবসের প্রতিপাদ্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা গ্রাহকের মোবাইল ফোনে দিবসটির প্রতিপাদ্য এসএমএস করার সিদ্ধান্ত নিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউনিফাইড মেসেজিং প্লাটফর্ম (ইউএমপি)’র মাধ্যমে এসএমএসটি পাঠানো হবে। ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ মার্চ ২০২২ তারিখে সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো উদযাপিত হবে জাতীয় বীমা দিবস।

কর্তৃপক্ষের পরিচালক ও মিডিয়া ও প্রামাণ্য চিত্র বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বিনা ব্যয়ে এই এসএমএস প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দুয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।

‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০ সালের ১ মার্চ দেশে প্রথমবারের মতো পালিত হয় জাতীয় বীমা দিবস। ২০২১ সালে দ্বিতীয়বারের মতো উদযাপিত জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য ছিল- ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’।