বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে মেঘনা লাইফে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রাজধানীর মতিঝিলে কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে মেঘনা লাইফ কর্তৃপক্ষ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এন সি রুদ্র। এ ছাড়াও কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও মোহাম্মদ তারেক এফসিএ, প্রশাসন ও লোকবীমা ডিভিশন প্রধান মিঞা মো. মশিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।