মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিআইএফ আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিএইএফ)’র কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন। গেষ্ট অব অনার হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম ও মো. দলিল উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন বীমা কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ।