সাধারণ বীমা করপোরেশনের ৩২ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এরমধ্যে ১৬ জন ডেপুটি ম্যানেজারকে ম্যানেজার পদে এবং ১৬ জন সহকারী ম্যানেজারকে ডেপুটি ম্যানেজার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ৬৪৭তম বোর্ড সভায় তাদের পদোন্নতির অনুমোদন দেয়া হয়েছে রোববার (১০ এপ্রিল) ও সোমবার (১১ এপ্রিল) পৃথক ৪টি অফিস আদেশে এ তথ্য জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন। বোর্ড সভার তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

সাধারণ বীমা করপোরেশনের কর্মচারী প্রবিধানমালা ১৯৯২ এর ৭(১) নং ধারা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৬ মাসের জন্য শিক্ষানবিশ থাকবেন। তবে শর্ত থাকে যে, কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে উক্ত মেয়াদ অতিরিক্ত অনুর্ধ্ব ৬ মাসের জন্য বৃদ্ধি করতে পারবেন।

ম্যানেজার হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. আবদুল্লাহ আল মামুন, লোকাল অফিস, ঢাকা জোন; খাদিজা খাতুন, পুনর্বীমা বিভাগ, প্রধান কার্যালয়; মো. আবদুল্লাহ, কল্যাণ ও বাস্তবায়ন সেল, প্রধান কার্যালয়; মো. সেকেন্দার আলী, পুনর্বীমা (অগ্নি) বিভাগ, প্রধান কার্যালয়; মো. মামুনুর রহমান লোকাল অফিস, খুলনা জোন;

শাহীনা সুলতানা, জোনাল অফিস, রাজশাহী; এইচএম আবু রায়হান ভূঁঞা, প্রশাসন বিভাগ, ঢাকা জোন; মো. সাজ্জাদ হোসেন, বাবুবাজার শাখা, ঢাকা জোন; মো. মাসুদুল ইসলাম, কুষ্টিয়া শাখা, খুলনা জোন; সাহিদা সুলতানা, কেন্দ্রীয় হিসাবরক্ষণ বিভাগ, প্রধান কার্যালয়; আফম সিরাজুল ইসলাম, দিলকুশা শাখা, ঢাকা জোন;

মোহাম্মদ আলী, অডিট এন্ড কমপ্লায়েন্স বিভাগ, প্রধান কার্যালয়; মোহাম্মদ জিল্লুর রহমান, কেন্দ্রীয় পরিবহণ বিভাগ, প্রধান কার্যালয়; শরীফ মফিজুর রহমান, জোনাল অফিস, খুলনা; মো. ফারুক আলম, পুনর্বীমা হিসাব বিভাগ, প্রধান কার্যালয় এবং খসরু দস্তগীর আলম, সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, প্রধান কার্যালয়।

ডেপুটি ম্যানেজার হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. রুহুল আমিন, বগুড়া শাখা, রাজশাহী জোন; মোহাম্মদ আনোয়ারুল হক, শেরপুর উপশাখা, ময়মনসিংহ জোন; তাবাসসুম জাহান, পুনর্বীমা বিভাগ, প্রধান কার্যালয়; পার্থ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়া শাখা, কুমিল্লা জোন;

ফেরদৌস আহমেদ, এসবিসি সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লি., সাবীক; নিপম চাকমা জোনাল অফিস, চট্টগ্রাম; মাহাবুবুর রহমান, মতিঝিল শাখা, ঢাকা জোন; পুলক দত্ত, জোনাল অফিস, সিলেট; বিশ্বজিৎ রায়, জোনাল অফিস, সিলেট; রতি রঞ্জন সূত্র ধর, কেন্দ্রীয় হিসাবরক্ষণ বিভাগ, প্রধান কার্যালয়;

নুসরাত শারমীন, কেন্দ্রীয় হিসাবরক্ষণ বিভাগ, প্রধান কার্যালয়; মো. আবুল মনসুর, জোনাল অফিস, কুমিল্লা; ফয়েজ আহমদ, স্টেশন রোড, সিলেট জোন; পাপড়ি নাগ, জোনাল অফিস, চট্টগ্রাম; বদরুল আলম, জোনাল অফিস, কুমিল্লা এবং তপ্না রানী দাশ, আমিন কোর্ট শাখা, ঢাকা জোন।